সরদার বাদশা ,নিজস্ব প্রতিনিধি ।
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২১ উপলক্ষে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার বেলা ১১টার সময়, খুলনা ডুমুরিয়া থানা চত্বরে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার পিপিএম, বিশেষ অতিথি পুলিশ সুপার (সার্কেল বি) এস এম রাজু আহম্মেদ, উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব গোবিন্দ ঘোষ, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ আহবায়ক গোপাল চন্দ্র দে,
ওসি (তদন্ত) সঞ্জয় দাশ,অধ্যাপক অবঃ গোপাল কৃষ্ণ সরকার, নারায়ণ চন্দ্র বিশ্বাস, উপজেলার সকল পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদক বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন ধর্ম যার যার উৎসব সবার এই কথা সামনে রেখে পূজা উদযাপন করতে হবে, নামাজের সময় পূজা উদযাপনের ঢোল বাজনা যাবেনা, মনে রাখতে হবে হিন্দু ভাইদের যেমন ধর্মীয় উৎসব অনুরূপ মুসলমান ভাইদের আজান দিলে মসজিদে নামাজ পড়তে যেতে হয় এটাও ধর্মীয় বিধান।, যার ধর্ম তাকে পালন করতে দিতে হবে, পূজা উদযাপনের সময় মন্দিরে কোন প্রকার মাদকের সম্পৃক্ততা যেন না ঘটে কোন ধর্মই মোদক কে সাপোর্ট করে না, তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারতে ডুমুরিয়া থানায় প্রতিটিটি পূজা মন্ডলের কমিটির ভলান্টিয়ারদের একটি তালিকা থানায় দিতে বলেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
ডুমুরিয়া উপজেলার উদযাপন কমিটির সদস্য সচিব গোবিন্দ ঘোষ, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ আহবায়ক গোপাল চন্দ্র দে। অধ্যাপক অবঃ গোপাল কৃষ্ণ সরকার, নারায়ণ চন্দ্র বিশ্বাসহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলয়াত করেন হাফেজ মাওলনা সোহেল রানা এবং পবিত্র গীতা পাঠ করেন অনন্ত কুন্ডু। উক্ত অনুষ্ঠানটি সুন্দরভাবে উপস্থাপনা করেন ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি
আসন্ন শারদীয় দুর্গাপূজা বিশৃঙ্খলা এড়াতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
Leave a Reply