সরদার বাদশা, নিজস্ব প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়ায় মোটর সাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহি ফুটবলার সৈয়দ তরিকুল ইসলাম (৩৩) নিহত হয়েছেন। ০৪-১০-২০২১ সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে খুলনা – সাতক্ষীরা মহাসড়কের খর্ণিয়া পেট্রোল পাম্পের সামনে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ারসার্ভিস সুত্রে জানাগেছে, নিহত তরিকুল ইসলাম খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন তার অসুস্থ মাকে দেখতে গিয়েছিলেন।এরপর তিনি রাতে মোটর সাইকেল যোগে খুলনা থেকে বাড়ির উদ্দেশ্য সাতক্ষীরার তালা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে সড়কের’পাশে অপরিকল্পিত ভাবে রাখা একটি ট্রাক অপর একটি ট্রাককে ওভারটেক করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।এতেদ্রুত গতির ট্রাকের আঘাতে মোটর সাইকেলটি ছিটকে রাস্তার উপর পড়ে যায়। এসময় প্রচন্ড আঘাত পেয়ে মাথা ও মুখমন্ডল ফেটে ভেঙ্গে রক্ত ক্ষরণ হয়ে গুরুতর আহত হন । স্থানীয় লোকজন ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি দল আহতকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় এ্যাম্বুলেন্স যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। নিহত তরিকুল ইসলাম সাতক্ষীরা জেলার তালা সদর উপজেলার মৃত সৈয়দ সিরাজুল ইসলামের ছেলে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর ও ফায়ারসার্ভিস স্টেশন অফিসার সরদার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। দূর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও ট্রাক চুকনগরস্হ খর্ণিয়া হাইওয়ে পুলিশ ফাড়ির হেফাজতে রয়েছে।
Leave a Reply