ডুমুরিয়া প্রতিনিধি খুলনা
খুলনার ডুমুরিয়া উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে পশু খামারীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার(২৩ আগষ্ট) সকালে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে আয়োজিত উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মৎস্য ও প্রণীসম্পদ মন্ত্রী এম পি নারায়ণ চন্দ্র চন্দ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,প্রাণী সম্পদ দপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডাঃ সুখেন্দু শেখর,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক,উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা,থানা অফিসার ইনচার্জ (অপারেশন) সঞ্জয় দাস,আওয়ামী লীগ নেতা শাহানেওয়াজ হোসেন জোয়ারদার।
আরো বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা,ভেটেনারী সার্জন ডাঃ প্রিয়ংকর কুন্ডু প্রমূখ। অনুষ্ঠানে এনএটিপি-২ প্রকল্পের আওয়াতায় পশু খামারীদের মধ্যে বিনামূল্যে ও ভূর্তুকী মূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
Leave a Reply