সরদার বাদশা নিজস্ব প্রতিনিধি ।
জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ডুমুরিয়ায় ৫শ’ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।গত কাল বুধবার আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।
ডিবি পুলিশ জানায়,গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানাধীন মাগুরাঘোনা বিটের কাঞ্চনপুর টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা ডিবি’র
অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই (নিঃ) বিষ্ণুপদ হালদার সংগীয় অফিসার ও ফোর্সসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন।
আসামি হলো, সাতক্ষীরা জেলা তালাথানাদিন দেওয়ানপাড়া মুজিবুর রহমানের ছেলে মোঃ হুমায়ূন কবির ওরফে রনি (২৮), আসামীর কাছে থাকা ৫’শ গ্রাম মাদকদ্রব্য গাঁজা পাওয়া যায়।
এ ব্যাপারে এসআই (নিঃ) বিষ্ণুপদ হালদার
ডিবি পুলিশ বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। উদ্ধার কৃত মাদকদ্রব্য তালিকা মুলে জব্দতালিকা করা হয়েছে। গত কাল ৭সেপ্টেম্বর আসাীর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply