সরদার বাদশা, নিজস্ব প্রতিনিধি ।
১১ই নভেম্বর দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী দু’টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র ৬৩ জন প্রার্থীর মধ্যে ২৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এদের মধ্যে হাতপাখা প্রতিকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ এর ৭জন এবং নৌকা প্রতিকে আওয়ামী লীগ মনোনিত ২ জন প্রার্থী রয়েছেন।
অপর দিকে ৩ জন বর্তমান চেয়ারম্যান হ্যাট্রিক বিজয় অর্জন করেছেন।নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে গত ১১নভেম্বর বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দলীয় ভাবে বাংলাদেশ আওয়ামী লীগ ১৪ জন এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ ৭টি ইউনিয়নে প্রার্থী মনোনয়ন দেয়।
দলীয় প্রার্থী ছাড়াও ৪২জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচনে ভোটের ফলাফলে প্রদত্ত ভোটের মধ্যে এক- অষ্টমাংশ অর্থাৎ ৮ভাগের ১ভাগ ভোট না পাওয়ায় নির্বাচন আইন ও বিধিমালা অনুযায়ী ১নং ধামালিয়া ইউনিয়নের হাতপাখা প্রতিকের প্রার্থী কামরুজ্জামান ফকির, স্বতন্ত্র রজনীগন্ধা প্রতিকের প্রার্থী এস,এম তোজাম্মেল হক, ঘোড়া প্রতিকের জি,এম সাকি ও অটোরিকসা প্রতিকের মোঃ আনোয়ার হোসেন। ২নং রঘুনাথপুর ইউনিয়নে নৌকা প্রতিকের খান সাকুর উদ্দীন।৩নং রুদাঘরা ইউনিয়নে হাতপাখা প্রতিকের মাহাবুবুল আলম।৪নং খর্ণিয়া ইউনিয়নে হাতপাখা প্রতিকের আহম্মদ আলী গাজী। ৫নং আটলিয়া ইউনিয়নে ঘোড়া প্রতিকের প্রার্থী বিএনপি নেতা দৌলত হোসেন সরদার।৬নং মাগুরাঘোনা ইউনিয়নে হাতপাখা প্রতিকের শফিকুল ইসলাম বিশ্বাস,স্বতন্ত্র অটোরিকসা প্রতিকের আঃ আজিজ শেখ,মোটর সাইকেল প্রতিকের আব্দুল হালিম, ঘোড়া প্রতিকের আশরাফুল শেখ এবং চশমা প্রতিকের শহিদুল ইসলাম। ৮নং শরাফপুর ইউনিয়নের স্বতন্ত্র আনারস প্রতিকের বি,এম আলমগীর কবির ও ঘোড়া প্রতিকের মোঃ ওয়াহিদুজ্জামান।
৯নং সাহস ইউনিয়নে হাতপাখা প্রতিকের সৈয়দ মোস্তাফিজুর রহমান,স্বতন্ত্র মোটর সাইকেল প্রতিকের এফ,এম আমিনুর রহমান ও ঘোড়া প্রতিকের মোঃ শাহাজালাল মোড়ল।১০নং ভান্ডারপাড়া ইউনিয়নে স্বতন্ত্র ঘোড়া প্রতিকের বিপুল মন্ডল। ১১নং ডুমুরিয়া সদর ইউনিয়নে হাতপাখা প্রতিকের আব্দুস সালাম খান,স্বতন্ত্র ঘোড়া প্রতিকের মাসুদ রানা নান্টু,মোটর সাইকেল প্রতিকের শেখ রবিউল ইসলাম এবং আনারস প্রতিকের এস,এম জাহাঙ্গীর আলম।১২নং রংপুর ইউনিয়নে স্বতন্ত্র আনারস প্রতিকের কাজল বিশ্বাস। ১৩নং গুটুদিয়া ইউনিয়নে নৌকা প্রতিকের কাজি আলমগীর, হাতপাখা প্রতিকের মোঃ কবির সানা,স্বতন্ত্র ঘোড়া প্রতিকের সুস্মিতা রাণী গাইন ও মোটর সাইকেল প্রতিকের কাজী আব্দুল্লাহ জামানত হারিয়েছেন।
অপর দিকে পর পর ৩বার চেয়াম্যান নির্বাচিত হয়ে হ্যাট্রিক বিজয় অর্জন করেছেন ৩জন চেয়ারম্যান। এরা হলেন ৪নং খর্ণিয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ দিদারুল হোসেন দিদার, ৮নং শরাফপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ রবিউল ইসলাম রবি এবং ১৪নং মাগুরখালী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বিমল কৃষ্ণ সানা।
Leave a Reply