নিজস্ব প্রতিনিধি সরদার বাদশা।
ডুমুরিয়া উপজেলার ভদ্রানদীর তীরে কাঁঠালতলা
আশ্রায়ণ প্রকল্প(২)পরিদর্শন করেন জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কেএম আলী আজম। ২৯ই আগস্ট রবিবার সকাল ১০ টায় ডুমুরিয়া উপজেলার ভদ্রানদীর তীরে সদ্য গড়ে ওঠা কাঁঠালতলা আশ্রয়ন প্রকল্প (২) এর পুকুরের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত ও বকুল গাছের চারা রোপন করেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ইউসুফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শাহনাজ পারভীন, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মনিরুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন, মৎস্য কর্মকর্তা সিদ্দিকুর রহমান, প্রকল্প বাস্তয়ন কর্মকর্তা সোঃ আরশাফ হোসেন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক শাহেনেওয়াজ হোসেন জোয়ার্দার, ইউপি চেয়ারম্যান প্রতাপ কুমার রায়, থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, আওয়ামী লীগ নেতা প্রভাষক জিএম ফারুক হোসেন,ইউপি সদস্য শেখ আব্দুল হালিম মুন্না প্রমুখ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কেএম আলী আজম সুফলভোগীদের সাথে সাক্ষাৎকালে বলেন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশের ভূমিহীন ও ছিন্নমূল মানুষের জন্য আশ্রয় দেয়ার লক্ষে এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় সরকার।
Leave a Reply