ডুমুরিয়া প্রতিনিধি খুলনা
খুলনার ডুমুরিয়ার চহেড়া গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে। শাহারিয়ার আলম শাহীন(৪৮)নামের মানুষিক রোগাক্রান্ত ওই ব্যক্তি খুলনা নগরীর দৌলতপুর থানার রেলিগেট এলাকার বাসিন্দা।পরিবারের সদস্যরা
২৩ আগষ্ট সোমবার থানায় হাজির হয়ে অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত করেন। নিহত শাহীনের বড় ভাই জুয়েল তার পরনের প্যান্ট,গেঞ্জি এবং স্যান্ডেল দেখে তার পরিচয় নিশ্চিত করে জানান,শাহীন একজন বুদ্ধি প্রতিবন্ধী এবং মানুষিক রোগি ছিলো।
গত ১৯৯৮ সাল থেকে দেশের বিভিন্ন হাসপাতাল ও ভারতে তার চিকিৎসা করানো হলেও তার শারীরিক ও মানুষিক সুস্হতা ফিরে আসেনি। গত ১৯ আগষ্ট বৃহস্পতিবার বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। যার কারণে পরদিন শুক্রবারে আমরা দৌলতপুর থানায় একটি মিসিং ডায়রি এন্ট্রি করে কয়েকটি পত্রিকায় হারানো বিজ্ঞপ্তিও দেওয়া হয়। কিন্ত তার কোন হদিস না পেয়ে জানতে পারি ডুমুরিয়া থানা পুলিশ অজ্ঞাত পরিচয় একটি লাশ উদ্ধার করেছে। থানায় এসে শাহিনের ব্যাবহৃত কাপড়-চোপড় দেখে আমরা নিশ্চিত হয়েছি নিহত ব্যক্তি আমার ছোট ভাই শাহীন।
ডুমুরিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার থানার রুদাঘরা ইউনিয়নের চহেড়া গ্রামের আব্দুল সাত্তার খানের বাড়ি সংলগ্ন কচুরিপানা ভর্তি একটি পুকুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।
ডুমুরিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে থানায় একটি অপমৃত্যু রেকর্ড পূর্বক ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,লাশের ময়না তদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে নগরীর খালিপুর থানার গোয়ালখালী সরকারি কবর স্হানে দাফন করা হয়েছে।
Leave a Reply