সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি।
২৩শে নভেম্বর ২০২১ইং মঙ্গলবার খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের নোয়াকাটির ঘোষগাতী গ্রামের সমষ্টিগত ৩ ও ৪ নং ওয়ার্ডের ঋষি সম্প্রদায়ের লোকের বসবাস।ঐখানে আনুমানিক ৭০ ঘর ঋষি সম্প্রদায়ের লোক রয়েছে এবং ৩০০ শত লোকের জনবসতি। সরেজমিনে গিয়ে জানা যায়, একই এলাকার জৈনেক ব্যক্তি মোঃ রাশিদুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে ঋষি সম্প্রদায়ের পূজা অর্চনার জন্য নির্দিষ্ট শতবর্ষী বটগাছ কর্তনের অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা ভিম দাস, কংস দাস, সুভাস দাস, আলোমতি দাস, পারুল দাস জানান গত ২২ শে নভেম্বর ২০২১ ইং সোমবার বিকাল ৪ ঘটিকার সময় জৈনেক ব্যক্তি মোঃ রাশিদুল ইসলাম বটগাছ কাটতে থাকে আমরা তাকে নিষেধ করলে সে আমাদের কোন কথাই শোনেনি বরং রাশিদুল ইসলাম বলেন,আমাকে কেউ এই গাছ কাটা থেকে রোধ করতে পারবে না। বলে সে ঘটনাস্থলে উপস্থিত ঋষি সম্প্রদায়ের লোকগুলোর দিকে তেড়ে আসে। ঋষি সম্প্রদায়ের প্রবীণ ব্যক্তি পাতা দাস ও রজ্ঞন দাস বলেন,আমরা সুদীর্ঘ সময় ধরে এই বটগাছের নিচে বিভিন্ন পূজা করে আসছি। বিশেষ করে বছরে ২ টি পুজা মনসা ও শীতলা সহ বিভিন্ন পুজা অর্চনা পালন করে থাকি।
এই গাছ কাটাতে আমাদের ধর্মীয় অনুভুতিতে আঘাত হয়েছে,আমরা এলাকার ঋষি সম্প্রদায় এলাকাবাসী এর সুষ্ঠু বিচার চাই। ৩নং ওয়ার্ডের মেম্বার নুর মোহাম্মদ মোড়ল ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন ডুমুরিয়া উপজেলা প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করছি এর সুষ্ঠু বিচার করার করার জন্য। এবং ৯নং সাহস ইউনিয়ন এর নব নির্বাচিত চেয়ারম্যান মোল্যা মাহাবুবুর রহমান বলেন আমি পুজা মন্ডপের গাছ কাটার সংবাদ পাওয়া মাত্র ঘটনা স্থলে এসেছি এবং আমি তাদের আশ্বস্ত করেছি এর সঠিক জবাবদিহিতা ও বিচার যাতে হয় সেটি নিশ্চিত করবো।
এ বিষয়ে জানতে চাইলে, জৈনেক ব্যক্তি রাশিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
Leave a Reply