চুকনগর প্রতিনিধি, সরদার বাদশা ।
খুলনার ডুমুরিয়ার বিভিন্ন ইউনিয়ন পরিষদ(ইউপি) নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে কাজ করার অপরাধে ১২ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শোভনা ইউনিয়নের বিভিন্ন স্তরের এই নেতা- কর্মীদের দল থেকে সাময়ীক বরখাস্ত করে স্থায়ীভাবে বহিষ্কার করতে জেলা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের নিকট স্থায়ী ভাবে বহিষ্কারের জন্য সুপারিশ পাঠানো হয়েছে।
বহিষ্কৃত নেতা-কর্মীরা হলেন শোভনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ সোহেল মোড়ল,১ নং ওয়ার্ডের ইউনিয়ন যুবলীগের সদস্য প্রসেনজিৎ মল্লিক,২ নং ওয়ার্ডের ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক তপন পশারী,২ নং ওয়ার্ডের ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ শফিকুল খান রোস্তম,৩ নং ওয়ার্ডের ইউনিয়ন যুবলীগের সদস্য জিল্লুর বাগাতী,৩ নং ওয়ার্ডের ইউনিয়ন যুবলীগের সদস্য আবু সাঈদ,৪ নং ওয়ার্ডের ইউনিয়ন যুবলীগের সদস্য দিপু শেখ, ৬ নং ওয়ার্ডের ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক গনেশ মন্ডল অমিত,৬ নং ওয়ার্ডের ইউনিয়ন যুবলীগের সদস্য সুভঙ্কর রায়,৭ নং ওয়ার্ডের ইউনিয়ন যুবলীগের সদস্য কুমারেশ বৈদ্য,৯ নং ওয়ার্ডের ইউনিয়ন যুবলীগের সদস্য সাধন সরদার।
৭ নং শোভনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিন্দ্রনাথ মল্লিক ও (ভারপ্রাপ্ত)সাধারণ সম্পাদক গফ্ফার বাওয়ালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ১১ নভেম্বর উপজেলার শোভনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সরদার আব্দুল গণি র নৌকা প্রতীকের পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করায় ঐ ১২ জন নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ৭ নং শোভনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিন্দ্রনাথ মল্লিক ও (ভারপ্রাপ্ত)সাধারণ সম্পাদক গফ্ফার বাওয়ালী’র পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে।
নির্বাচনের প্রচার চলাকালে আওয়ামীলীগের শীর্ষ নেতারা হুঁশিয়ারী দিয়ে বলেছিলেন,নৌকা প্রতীকের পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে।
Leave a Reply