নিজস্ব প্রতিনিধি সরদার বাদশা।
খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে ০৩ (তিন) কেজি মাদকদ্রব্য গাঁজা ও একটি মটর ভ্যানসহ আটক ০১ (এক)।
জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক দেখেন মটর ভ্যানযোগে ডুমুরিয়া থানার দিকে একজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে আসছে মর্মে জানতে পেরে গতকাল ১লা সেপ্টেম্বর ০১.০০ টার সময় খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন কাঁঠালতলা বাজার হতে
যশোর জেলার বেনাপোল থানকর দর্গাপুর গ্রামের আঃ রাজ্জাক এর পুত্র ১। মোঃ জিল্লুর রহমান (৩২)কে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক আসামীর ইঞ্জিন চালিত ভ্যানের বডি হতে সুকৌশলে রাখা তিনটি সাদা রংয়ের ব্যাগের মধ্যে হতে সর্বমোট ০৩ (তিন) কেজি কথিত মাদকদ্রব্য গাঁজা বের করেন। এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে ১লা সেপ্টেম্বর বুধবার ০১.২০ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন।উক্ত মাদকদ্রব্য গাঁজার মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা ও ০১ (এক) টি ব্যাটারী চালিত ভ্যান, মূল্য অনুমান ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা।
উক্ত ঘটনায় উপরোক্ত আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে ডুমুরিয়া থানার মামলা নং- ০১, তারিখ- ০১/০৯/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন।
Leave a Reply