সরদার বাদশা,। নিজস্ব প্রতিনিধি।
ডুমুরিয়া উপজেলার ৩নাম্বার রুদাঘরা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারাত্মক জখম হয়েছেন ২ যুবক। এ ঘটনায় ভূক্তভোগী মোছা হোসেন জোয়ার্দার প্রতিপক্ষ জহুরুল ইসলাম মোল্যাসহ ১২ জনকে আসামী করে আজ মঙ্গলবার(২৬অক্টোবর) ডুমুরিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, গত সােমবার রাত আনুমানিক ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের নাসিম জােয়ার্দার (৪৫), লিটন বিশ্বাস (৩৮) রুদাঘরা ইউনিয়ন পরিষদর সামনে দিয়ে শােলগাতিয়া বাজারে যাচ্ছিল। এ সময় নির্বাচন বিরােধের জের ধরে খরসঙ্গ গ্রামের জহুরুল ইসলাম মােল্যা (৪৪), মধুগ্রামের মাহবুবুল আলম খালিদ (৩৪), খরসঙ্গ গ্রামের জুয়েল শেখ (৩৪), আশরাফুল মােল্যা (৩২), আলমগীর মােল্যা (৩২), মাসুম বিশ্বাস (৩০)সহ ১২-১৩জন হাতুড়ি, লোহার রড, দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এ ঘটনায় নাসিম জােয়ার্দার (৪৫), লিটন বিশ্বাস (৩৮)কে মারাত্মক জখম অবস্হায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এলাকাবাসি সূত্র জানা যায়, রুদাঘরা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী ও স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থীর কর্মি-সমর্থকদের মধ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটে।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান বলেন; একটি অভিযােগ পেয়েছি। বিষয়টি তদন্তকরে দেখা হচ্ছে। পূর্ব শত্রুতার জের ধরে ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাব জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তি পদক্ষেপ গ্রহন করা হবে।
Leave a Reply