সরদার বাদশা, নিজস্বর প্রতিনিধি ।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রক্ষার্থে ডুমুরিয়া থানা পুলিশ’র আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত। হয়েছে গতকাল বিকাল ৪টায় খুলনা ডুমুরিয়া থানা চত্বরে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার (সার্কেল বি) এস এম রাজু আহম্মেদ, ডুমুরিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম ও শারমিনা পারভীন রুমা , উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান , ডুমুরিয়া উপজেরার ১৪ ইউনিয়েনের চেয়ারম্যান ,মেম্বর, প্রার্থীরা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উক্ত অনুষ্ঠানটি সুন্দরভাবে উপস্থাপনা করেন ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম।
প্রধান অতিথি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সবাইকে সচেতন হয়ে চলতে হবে কারণ ধর্মে কেউ আঘাত করা যাবে না যার যার ধর্ম তাকে পালন করার জন্য পূর্ণ অধিকার দিতে হবে। হুদায়বিয়ার সন্ধির সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম প্রত্যেকটা ধর্মের ব্যক্তিকে তার নিজ নিজ ধর্মে পালন করার জন্য বলেছিলেন। আমাদের ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখব তারা যেন তাদের ব্যবহৃত মোবাইল দিয়ে সম্প্রদায় সম্প্রীতি বিনষ্ট করার জন্য উস্কানিমূলক কোন প্রকার প্রচার না করা। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান ,উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান সহ আরো অনেকে।
Leave a Reply