সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আসমত উল্লাহ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত মঙ্গলবার ২টার দিকে উপজেলার কোমরাইল গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
স্থানীয়রা জানান, রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি ও চালক উভয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে রঘুনাথপুর ফ্রেন্ডস ওয়েল ফেয়ার ক্লিনিকে নিয়ে আসেন। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুমেক হাসপাতালে নেওয়ার পর আসমাত উল্লাহ মারা যান।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, নিহতের পরিবার থানায় কোন অভিযোগ করেনি। তাই মামলা হয়নি নিহতের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply