নিজস্ব প্রতিনধি,সরদার বাদশা।
গতকাল ২২ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্ত্বরে থানা প্রশাসন , ফায়ার সার্ভিস স্টেশন অফিস , খর্নিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি জেলা ট্রাফিক পুলিশের সদস্য এবং নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে আহ্বায়ক খান মহিদুল ইসলামের সভাপতিত্বে রালি , আলোচনা সভা ও মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান , খর্নিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মেহেদি হাসান , জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট , ফায়ার সার্ভিস ডুমুরিয়া স্টেশন অফিসার শরিফুল ইসলাম , নিসচা উপদেষ্টা নুরুল ইসলাম খান , আহ্বায়ক খান মহিদুল ইসলাম , যুগ্ম – আহ্বায়ক গাজী আব্দুল আজিজ , সদস্য সচীব মাসুম গাজী , কার্যকারী সদস্য শাহেদ শরীফ রায়হান বাবু , নাজমুল হোসেন বিশ্বাস বকুল , সবুজ দাস , খান আরিফুজ্জামান নয়ন , এস , কে বাপ্পী নজরুল গোলদার , মিলন মোড়ল , জুয়েল বিশ্বাস , সোহেল গাজী , নাসিম গাজী , আব্দুর রহমান , মুজাহিদুল ইসলাম সেতু , সরদার শরিফুল ইসলাম , আফজাল হোসেন । এসময় বক্তারা জাহানারা কাঞ্চনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের সড়ক দিবসের প্রতিপাদ্য বিষয় গতিসীমা মেনে চলি , সড়ক দুর্ঘটনা রোধ করি স্লোগানকে সামনে রেখে বলেন , নিরাপদ সড়ক চাই এখন সময়ের দাবি । কেউ সড়কে মৃত্যু চাইনা , শান্তি চাই ।
Leave a Reply