ডুমুরিয়ায় শাহপুর চোর গ্রেপ্তার , মালামাল উদ্ধার
নিজস্ব প্রতিনিধি সরদার বাদশা
ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে শাহপর এলাকা থেকে এক চোর ও গ্রেপ্তারসহ চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে । গতকাল সােমবার ২৩ আগস্ট ধৃত আসামিকে জেলহাজতে পাঠানাে হয়েছে । পুলিশ জানায় , গত ২০ আগস্ট দিবাগত রাতে থানার থকড়া গ্রামস্থ জনৈক মােল্লা মােহাম্মদ জাহাঙ্গীর আলম ( ৪৬ ) এর বসতঘর ও গােয়ালঘর থেকে ধৃত চোর শাহপুর গ্রামের সিজার হালদার ( ২৮ ) ও তার সহযােগীরা মােটর পাম্প ও হাড়ি পাতিল চুরি করে নিয়ে অন্যত্র বিক্রি করে দেয় । বিষয়টি জানতে পেরে জাহাঙ্গীর আলম চোর সিন্ডিকেটের হােতা সিজারসহ তার আরও ৪ সহযােগীর নামে থানায় চুরি মামলা দায়ের করেন । পুলিশ গত রবিবার রাতে অভ্যিান চালিয়ে সিজারকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্য আসামিরা পালিয়ে যায় । এ সময় চুরি হওয়া মােটর পাম্প ও হাড়ি – পাতিল উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মােঃ ওবাইদুর রহমান বলেন , মালামাল জব্দসহ ধৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানাে হয়েছে ।
Leave a Reply