নিজস্ব প্রতিনিধি ,সরদার বাদশা ।
ডুমুরিয়ায় বাস – ট্রাক সংঘর্ষে যাত্রীবাহি বাস খাদে পড়ে নারী শিশুসহ ১৮ জন আহত হয়েছে । গতকাল দুপুরে ৩টার সময় খুলনা – সাতক্ষীরা মহাসড়কে উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে । আহতদের ডুমুরিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী বাসযাত্রী ও জুয়েল রানা জানান , ঘটনার দিন দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী একটি যাত্রীবাহি বাস ( খুলনা মেট্রো জ – ১১-০০৪৬ ) ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়।এতে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ডান পাশে খাদে পড়ে যায়।এসময় বাসে থাকা খুলনা মহম্মদনগরের পাপড়ি বেগম ( ৩৫ ) , পাটকেলঘাটার আমিনুর রহমান ( ৫০ ) , সরবানী বেগম ( ৪০ ) , সাতক্ষীরার সারিব ( ২৬ ) , ভেটখালীর নুর ইসলাম ( ৪০ ) , খুলনার আশীষ রায় ( ২৭ ) , কেশবপুরের সৈকত সাহা ( ২০ ) , শ্যামনগরের আবুল কালাম ( ৩৪ ) , নাইম হোসেন ( ১৯ ) , জাহিদ হাসান ( ১৯ ) , সাতক্ষীরার সুমন সাহা ( ২৭ ) , হাসান আলী ( ৪০ ) , সিয়াম হোসেন ( ২ ) , মুনিয়া খাতুন ( ৩ ) , খুলনার খান রাবুিল ইসলাম ( ৪০ ) , কলারোয়ার রিপন শেখ ( ৫১ ) , উম্মে সালমা ( ৪০ ) , আশাশুনির জাহাঙ্গীর শেখ ( ২০ ) আহতসহ আরো অনেক যাত্রী আহত হয়।
সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং এদের মধ্যে আহত আমিনুর রহমান ও খান রকিবুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
Leave a Reply