সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি।
খুলনা ডুমুরিয়ার চুকনগরে পাগলা কুকুরের কামড়ে তিন নারী গুরুতর আহত হয়েছে । ১৪/১১/২০২১ তারিখ ররিবার সকালে উপজেলার আটলিয়া ইউনিয়নের দঃ গোবিন্দকাটি গ্রামে এ ঘটনা ঘটে । আহতদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে । স্থানীয় সূত্র জানা গেছে , উপজেলার গোবিন্দকাটি গ্রামের খোদা ববস গাজীর স্ত্রী শাহিনারা বেগম ( ৫২ ) বাড়ির আঙ্গিনায় কাজ করছিলেন । এ সময় একটি পাগলা কুকুর হঠাৎ বাড়ির ভিতরে প্রবেশ করে অতর্কিত তাকে কামড়াতে থাকে । তখন তার ডাক চিৎকারে প্রতিবেশী সুফিয়া বেগম ( ৪৮ ) ও স্বপ্না বেগম ( ৩৩ ) ঘটনাস্থলে এগিয়ে গেলে কুকুরটি তাদের দুই জনকেও একই ভাবে কামড়াতে থাকে । এতে তিন নারীর শরীরের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত হয় । স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় । স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ড সুফিয়ান রেস্তম বিষয়টি নিশ্চিত করে বলেন , আহতনের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে । এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি রাখা হয়েছে ।
Leave a Reply