নিজস্ব প্রতিনিধি ,সরদার বাদশা।
ডুমুরিয়ার মাগুরাঘোনায় ১১নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত নৌকা মার্কার প্রার্থী শেখ রফিকুল ইসলাম হেলাল কে বিজয়ের লক্ষে ১৬ অক্টোবর বিকাল ৫ টায় বাদুড়িয়া রোডে স ম রোকোনুজ্জামান মন্টু আফিসে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, মো মোজাহার আলী বিশ্বাস। সভাপতির আলোচনায় তিনি বলেন, আমরা বাংলাদেশ আওয়ামীলীগের বাহিরে না। নেতৃর বাহিরে না। তিনি যাকে ভাল মনে করেছেন এবং যেগ্য মনে করেছেন তাকে জাতীয় প্রতিক নৌকা দিয়েছে। আমরা সকলে এক হয়ে ১১ নভেম্বর শান্তপুর্ন ভাবে ভোট দেবো আর নৌকার পক্ষে এক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন, স ম রোকোনুজ্জামান (মন্টু)। প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য নমিনেশন চেয়েছিলাম কিন্তু নেতৃ আমাকে দেয়নি। তিনি যাকে যোগ্য মনে করছেন তিনি পয়েছেন।মাননীয় প্রধান মুন্ত্রীর নির্দেশে আমরা শতস্পর্তভাবে বাংলাদেশ আওয়ামীলীগের বঙ্গবঙ্গুর জাতীয় প্রতিক নৌকা মার্কার পক্ষে এক হয়ে ভোট করবো। বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, জয় বাংলা জয় বঙ্গবঙ্গু। এসময় আরো উপস্থিত ছিলেন, ৯ নম্বর বাদুড়িয়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ সরদার।বাদুড়িয়া হাইস্কুল ম্যানিজিং ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী মোড়ল। কমিটির সভাপতি ইউনিয়ন ছাএলীগের সাধারণ সম্পদ মেহেদি হাসান শাহিন প্রমুখ।
Leave a Reply