সাংবাদিক রাকিব চৌধুরী
ঠিকানাবিহীন মানুষ
লুৎফুর রহমান রাকিব চৌধুরী।
কুমিল্লা জেলা প্রতিনিধি।
ঠিকানাবিহীন মানুষ।মানে তাদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। নেই জীবিকা অর্জনের জন্য সভ্য মানুষের রীতি। তারা যেন নিরন্তর ছুটে চলা এক জীবনের পথিক যাযাবর।
বৈচিত্র্যময়তো যাযাবরদের অন্যতম বৈশিষ্ট্য। তাদের জীবনযাত্রা নিয়ে সাধারন মানুষের বহুকাল আগে থেকেই প্রচন্ড আগ্রহ রয়েছে। সংক্ষেপে বলতে গেলে,যাযাবরদের কোনো বাড়ি নেই। তারা তাঁবুতে,পাহাড়ের গতে গাছের কোটের কোনোভাবে মাথা গোঁজার ঠাঁই করে নয়। বৃষ্টির পানি বা রোদে এড়ানোই মুখ্য।এসব বাড়িতে সৌন্দর্যের কোনো বালাই নেই। তারা নিজেদের সংস্কৃতি মেনে পোশাক পরে। যেহেতু কাপড় সহ জলভ্য নয় তাই তাদের গায়ে পোশাক থাকে কম।
তবে অনেক যাযাবরের মাঝে লম্বা,কোর্তা পরিধীনের প্রচলন রয়েছে। শীতপ্রধান এলাকার পশুর চামড়া। গাছের বাকল দিয়ে পোশাক বানায় তারা। যাযাবরদের ভেতরে ভাষার বৈচিত্র্য যে কাউকে বিস্নিত করবে। সত্যিই এক কৌতূহলের জীবন যাযাবরদের।
Leave a Reply