মোঃ সাইফুল আলম বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ে হাতের পাঁচ ও ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) উদ্যোগে আরাজি ঝাড়গাঁও মণ্ডলপাড়া গ্রামে ৩শত অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ -২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪জানুয়ারী) দুপুরে আরাজি ঝাড়গাঁও মণ্ডলপাড়া জামে মসজিদ সামনে বিতরণ করা হয়। হাতের পাঁচ ও ইএবি জানান, আমাদের লক্ষ সমূহ হইল সারাদেশের প্রত্যন্ত অঞ্চলের গরীব দুঃখী মানুষদের পাশে দাড়ানো এবং বেকার যুবকদের চাকুরীর জন্য সাহায্যে করা। হাতের পাঁচ সংগঠন সমন্বয়কারি শাকিল আহমেদ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জনাব ফজলুল হোক চেয়ারম্যান ৭নং চিলারং ইউনিয়ন পরিষদ, জনাব সোহেল রানা চেয়ারম্যান ৫নং দহোসহো ইউনিয়ন পরিষদ, ঋষিকেশ রায় লিটন সভাপতি চিলারং ইউনিয়ন, এছাড়াও উপস্থিত আছেন জাকির হোসেন নিশু প্রতিষ্ঠাতা পরিচালক হাতের পাঁচ সংগঠন ও সভাপতি ঢাকা বিভাগ ইএবি, জনাব ইঞ্জিঃ মিজানুর রহমান (আহবায়ক ও ফাউন্ডার) কেন্দ্রীয় কমিটি(ইএবি), এইচ এম সাকিব (ফাউন্ডার ইএবি) সবুজ সরকার (সদস্য)কেন্দ্রীয় কমিটির (ইএবি), ইঞ্জিঃ রাকিবুল হক( সাধারণ সম্পাদক) ঢাকা বিভাগ, ইঞ্জিঃ মোস্তাফিজুর রহমান (সাধারণ সম্পাদক) রংপুর বিভাগ, আতিকুর রহমান ওসি তদন্ত ঠাকুরগাঁও সদর।
তারিখ:- ১৪/০১/২০২২ইংঠাকুরগাঁওয়ে হাতের পাঁচ ও ইএবি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মোঃ সাইফুল আলম বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ে হাতের পাঁচ ও ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) উদ্যোগে আরাজি ঝাড়গাঁও মণ্ডলপাড়া গ্রামে ৩শত অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ -২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪জানুয়ারী) দুপুরে আরাজি ঝাড়গাঁও মণ্ডলপাড়া জামে মসজিদ সামনে বিতরণ করা হয়। হাতের পাঁচ ও ইএবি জানান, আমাদের লক্ষ সমূহ হইল সারাদেশের প্রত্যন্ত অঞ্চলের গরীব দুঃখী মানুষদের পাশে দাড়ানো এবং বেকার যুবকদের চাকুরীর জন্য সাহায্যে করা। হাতের পাঁচ সংগঠন সমন্বয়কারি শাকিল আহমেদ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জনাব ফজলুল হোক চেয়ারম্যান ৭নং চিলারং ইউনিয়ন পরিষদ, জনাব সোহেল রানা চেয়ারম্যান ৫নং দহোসহো ইউনিয়ন পরিষদ, ঋষিকেশ রায় লিটন সভাপতি চিলারং ইউনিয়ন, এছাড়াও উপস্থিত আছেন জাকির হোসেন নিশু প্রতিষ্ঠাতা পরিচালক হাতের পাঁচ সংগঠন ও সভাপতি ঢাকা বিভাগ ইএবি, জনাব ইঞ্জিঃ মিজানুর রহমান (আহবায়ক ও ফাউন্ডার) কেন্দ্রীয় কমিটি(ইএবি), এইচ এম সাকিব (ফাউন্ডার ইএবি) সবুজ সরকার (সদস্য)কেন্দ্রীয় কমিটির (ইএবি), ইঞ্জিঃ রাকিবুল হক( সাধারণ সম্পাদক) ঢাকা বিভাগ, ইঞ্জিঃ মোস্তাফিজুর রহমান (সাধারণ সম্পাদক) রংপুর বিভাগ, আতিকুর রহমান ওসি তদন্ত ঠাকুরগাঁও সদর।
Leave a Reply