এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা অবমুক্ত করার জন্য মাছের পোনা বিতরণ করা হয় ।
২০২১-২০২২ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়নের ৩৬ জন মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা অবমুক্তর জন্য ৮০০ কেজি মাছের পোনা বিতরণ করেন।
সোমবার ( ২৩ আগস্ট) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে মাছের পোনা অবমুক্তকরন ( বিতরণ) করা হয়।
মাছের পোনা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা মৎস্য অফিসার মোঃ খালিদুজ্জামান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা
মৎস্য অফিসার আয়েশা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ চন্দ্র রায় সহ ঠাকুরগাঁও সদর সিনিয়র মৎস্য অফিসের কর্ম কর্তাবৃন্দ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা যদি সকলে মাছ চাষে আগ্রহী হই তাহলে আমরা দেশে মাছের চাহিদা মেটাতে পারব এবং সেই সাথে বিদেশেও রপ্তানি করে আয় করতে পারব। তাই আসুন আমরা আশপাশের জলাশয় অযথা ফেলে না রেখে মৎস্য চাষ করি।
জেলা মৎস্য অফিসার মোঃ খালিদুজ্জামান বলেন, বেশি বেশি মাছ চাষ করি – বেকারত্ব দুর করি এই পতিপাদ্যকে সামনে রেখে আমরা সবাই সকল প্রকার পুকুরে মাছ চাষে উদ্যোগী হই।
Leave a Reply