ঝিনাইদহ থেকে শাকিল আহমেদ-
ঝিনাইদহে করোনায় কর্মহীন হয়ে পড়া কিন্ডারগার্টেন স্কুলের প্রায় সাড়ে ৪’শ শিক্ষক-কর্মচারীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদাণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সোনালী ব্যাংকের পক্ষ থেকে এ অর্থ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, সোনালী ব্যাংক ঝিনাইদহ প্রিন্সিপাল অফিসের ডিজিএম ইকবাল কবির, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা চঞ্চল, সাধারণ সম্পাদক বজলুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪’শ ১২ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে নগদ ৭ লাখ ৭৪ হাজার টাকা বিতরণ করা হয়।
Leave a Reply