কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। আমাদের গ্রামীণ খেলাধূলা এর মধ্যে অন্যতম। সংস্কৃতির অংশ হলেও কালের বিবর্তনে তা আজ বিলুপ্ত। কিছু খেলাধুলা আজও প্রত্যন্ত অঞ্চলে টিকে আছে যার নাম জানে না শহরে বড় হওয়া ছেলে-মেয়েরা।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার প্রতিটি গ্রামে একসময় দেখা যেত বিকেল হলেই ছেলেমেয়েরা একসাথে গ্রামীণ খেলায় ধুলায় মেতে উঠেছে। যেসব খেলার মধ্যে রয়েছে দাড়িয়াবান্ধা,হা-ডু-ডু,বৌচি,এক্কা-দোক্কা বা ইচিং বিচিং,ঘুড়ি ওড়ানো,আতা-পাতা, কানামাছি সহ আরো বহু ধরনের খেলার চল ছিল।
যে সকল খেলায়ধুলার ছিল নির্মল আনন্দ।ক্রিকেট বা ফুটবল। লাঠি খেলার মতো জনপ্রিয় গ্রামীণ খেলাও আজ বিলুপ্ত প্রায়।
কোথাও কোথাও আজও ছেলেমেয়েদের এসব খেলাধূলা করতে দেখা যায় কদাচিৎ। তার বদলে দেখা যায়, এরা মোবাইলের স্ক্রীণে মুখ গুঁজে বসে আছে ঘন্টার পর ঘন্টা।
Leave a Reply