ষশাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :
যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন, দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের উদ্যোগে ৩টি শিশু শিক্ষা প্রতিষ্ঠানের ৪টি ক্যাম্পাসের দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক’র নেতৃত্বে পৌরসদরের ক্রিকেট একাডেমী পরিচালিত আলোকিত নাইট স্কুলের ৫০, পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বপ্নলোকের পাঠশালার সুবিধা বঞ্চিত শিশু শিক্ষা প্রতিষ্ঠানের ২টি ক্যাম্পাসের ৭০ জন ও সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বেসরকারী প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন দুস্থ শিক্ষার্থীকে দুধ, সুজি, বিস্কুট, সোয়াবিন তেলসহ আরো অনেক প্রকার খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা (পিআইও) শুভাগত বিশ^াস, সাবেক নির্বাচন অফিসার স্বপন কুমার ঘোষ, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ, হাফেজ মারুফ বিল্লাহ, ক্রিকেট একাডেমীর সাধারণ সম্পাদক শাহারুল আলম হ্যাপি, ক্রিকেটার হাবিবুল বাশার, পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বপ্নলোকের পাঠশালার প্রতিষ্ঠাতা মেঘনা ইমদাদ, মল্লিকপুর বেসরকারী প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জেসমিন সুলতানা, স্বপ্নলোকের পাঠশালার শিক্ষক শান্তা ইসলাম, বিথি খাতুন প্রমুখ।
Leave a Reply