শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে যশোরের ঝিকরগাছায় ৭৫ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ। এদিন বৃক্ষরোপণ করা হয়েছে, ঝিকরগাছা সরকারি শহীদ মশিয়ূর রহমান কলেজ, সম্মিলনী মহিলা কলেজ, সম্মিলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, দারুল উলুম কামিল মাদরাসা, এইচএস নিম্নমাধ্যমিক বিদ্যালয়, বিএম মাধ্যমিক বিদ্যালয়, পাইলট উচ্চ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম, সাজ্জাতুর জামান রনি, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রশান্ত কুমার, শাহিনুর রহমান শাহিন, শিপন সরদার, রাজন হোসেন, শাকিল হোসেন, রকি আহমেদ, সবুজ হোসেন, প্রান্ত, মাহী, শান্ত, বিল্লাল হোসেন প্রমুখ। উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনার ৭৫তম জন্মদিন বিগত ২৮ সেপ্টেম্বর নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন প্রাঙ্গনে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটির আয়োজনে জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও আম গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাসির উদ্দিন।
Leave a Reply