শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :
যশোরের ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ২দিনের সিআরভিএস ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ ও ইউনিকআইডি নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ৬০জন শিক্ষক প্রতি নিয়ত ২শিপটের মাধ্যমে উপজেলার ৫২টি মাধ্যমিক, ৩২টি মাদ্রাসা ও ৯টি কলেজের ২জন করে শিক্ষক এই প্রশিক্ষণে অংশ নিতে পারবে।
বুধবার সকাল ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আইসিটি ল্যাবে রুমে শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক। তিনি তার বক্তব্যে বলেন, সরকারের সবচেয়ে বড় বাহিনী হলো শিক্ষক বাহিনী। শিক্ষক বাহিনীতে যে পরিমাণ জনবল আছে অন্য কোনো বাহিনীতে নাই।প্রতিটা শিক্ষক যদি এখান থেকে ভালোভাবে শিখে নিয়ে সঠিক ভাবে চর্চা করে তাহলে সরকারের ৪১সালের মেঘা প্রকল্পে ডিজিটাল বাংলাদেশের নাগরিক হতে পারবো আমি ও আপনি।
শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধনীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ’র সভাপতিত্বে ও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাহিদুল ইসলামের সঞ্চালনার মধ্যদিয়ে উপস্থিত ছিলেন ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ শাহনুর কবীর, শিমুলিয়া কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, বাঁকড়া কলেজের অধ্যক্ষ শামসুর রহমান, ঝিকরগাছা সরকারি শহিদ মশিউর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব সেন, বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, ঝিকরগাছা সরাসরি এম এল মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ল্যাব সহকারী রফিকুল ইসলাম প্রমুখ।
Leave a Reply