শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছায় সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের উদ্যোগে করোনা রোগীদের জন্য ২টি অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ করা হয়েছে। ঢাকা এন্টি টেররিজম ইউনিটের অ্যাডিশনাল ডিআইজি ও সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মনিরুজ্জামান এবং ইডেন কলেজের সহকারী অধ্যাপক ও সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের চেয়ারপারসন মোছাঃ নাছিমা সুলতানার সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদের ক্যাম্পাসে মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রশিদুল আলম। এসময় উপস্থিত ছিলেন, যশোরের স্থানীয় সরকারের উপ পরিচালক (উপ সচিব) মোঃ হুসাইন শওকত, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ কামরুজ্জামান পিন্টু, সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের সদস্য উজ্জ্বল হোসেন, মাহাবুবুল আলম বিপ্লব প্রমুখ।
Leave a Reply