ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির সিভিল সার্জন রতন কুমার ঢালীসহ ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আছেন সিভিল সার্জনের গাড়িচালক আলী হায়দার, সার্বক্ষণিক সঙ্গে থাকা এলএলএসএস মো: শাহআলম কাজী ও ঝালকাঠি সদর হাসপাতালের উচ্চমান সহকারী আব্দুল মতিন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জাফর আলী দেওয়ান। তিনি জানান, রতন কুমার ২০ আগষ্ট করোনা পরীক্ষার জন্য বরিশাল পিসিআর ল্যাবে নমুনা জমা দেন। গতকাল শনিবার তাঁর পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে পিরোজপুরের বাড়িতে অবস্থান করছেন তিনি। এ নিয়ে ঝালকাঠি জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৫৯২।
Leave a Reply