আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় কলেজের সবুজ চত্তরে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হেমায়েত উদ্দীন সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র কলেজের গভর্নিং বডির সদস্য মো. জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অত্র কলেজের গভর্নিং বডির সদস্য মো. নাসিম উদ্দিন আকন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মো. জালাল আহম্মেদ, রাজাপুর সরকারি কলেজের অধ্যাপক মো. মতিউর রহমান বাদল, রাজাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বারেক ফরাজী, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মশিউর রহমান ফিরোজ গাজী প্রমূখ।
Leave a Reply