নিজস্ব প্রতিবেদক।
জেএসডি আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে আ স ম আবদুর রব বলেন, ভর্তুকি দেয় জনগণ-কোন দল নয়। সুতরাং ‘আর কতো ভর্তুকি দেবো’ সরকারের এসব অহমিকাপূর্ণ বুলি জনগণের জন্য খুবই অসম্মানজনক। জনগণের মালিকানা ও মর্যাদা বিনষ্ট করার এখতিয়ার সরকারের নেই। রাষ্ট্র বা সরকার কারো ব্যক্তিগত হতে পারে না।
বরং সরকার পরিচালনার জন্য হাজার হাজার কোটি টাকার রসদ জোগান দিতে হয় জনগণকে। উন্নয়ন হচ্ছে জনগণের টাকায় অথচ অথচ সরকারের ভাবখানা এই যে তারা উন্নয়ন করছে তাদের নিজস্ব টাকায়। দেশের উন্নয়নে জনগণের কোন কৃতিত্ব নেই, উল্টো সরকার জনগণকে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। সরকারের অদূরদর্শিতা ও বিশেষ গোষ্ঠীর স্বার্থে ভাড়া করা বিদ্যুৎ স্থাপনা গুলোতে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেয়া হচ্ছে। অথচ জনগণের স্বার্থে জ্বালানি তেলে ভর্তুকি না দিয়ে সরকারের প্রভুত্বমুলক মনোভাব কোনক্রমেই গ্রহণযোগ্য নয়। সরকারের
ঔদ্ধত্য জনগণ যে কোন সময় পরাস্ত করে দেবে।
নির্বাচনী সহিংসতা, পরিবহনে নৈরাজ্য ও দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি – কোন ক্ষেত্রেই সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না বা করছে না। ক্রমবর্ধমান সামাজিক এবং রাজনৈতিক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার চূড়ান্তভাবে অক্ষম হয়ে পড়েছে।
জেএসডি সাধারণ সম্পাদক এডভোকেট
ছানোয়ার হোসেন তালুকদার বলেন, বিদ্যমান ব্যবস্থা দিয়ে জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে না। এজন্য সকল দল-মহল, পেশাজীবী-শ্রমজীবী- কর্মজীবীদের অংশিদারিত্বমুলক জাতীয় সরকার গঠন করা এখন সময়ের দাবি।
জ্বালানি তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ইউপি নির্বাচনে সহিংসতার প্রতিবাদে আজ বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে ঢাকা মহানগরী জেএসডি আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে নেতৃবৃন্দ এসকল কথা বলেন।
ঢাকা মহানগর জেএসডির সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন দলের কার্যকরী সভাপতি মোঃ সিরাজ মিয়া, সহ-সভাপতি মিসেস তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সহ-সভাপতি অ্যাডভোকেট কে এম জাবির, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সভাপতি জনাব মোশারফ হোসেন, জেএসডি’র সাংগঠনিক সম্পাদক ইউসুফ সিরাজ খান মিন্টু, জনাব আবদুল্লাহ আল তারেক, জাতীয় যুব পরিষদ সভাপতি এস এম শামসুল আলম নিক্সন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি তৌফিকুজ্জামান পীরচা প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড হাইকোর্ট সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply