এম এ রশীদ সিলেট থেকেঃ
আজ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় ঢাকা বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোঃ
আলমগীর গনির সভাপতিত্বে ও বিভাগের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান প্রধানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) এর অন্যতম প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি প্রথম শ্রেণির নিরপেক্ষ জাতীয় বার্তা সংস্থা (বিএনএস) এর প্রধান সম্পাদক বিশিষ্ট-প্রবীণ সাংবাদিক মুহম্মদ আলতাফ হোসেন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি (বিএনএস) এর নির্বাহী সম্পাদক মোঃ শাহজাহান মোল্লা,মহাসচিব সাপ্তাহিক অপরাধ দমন পত্রিকার সম্পাদক মোঃ আবুল বাসার মজুমদার, যুগ্ম মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সহকারী মহাসচিব মোঃ আবু মুসা, মানবাধিকার সচিব মোঃ আনারুল হক, প্রচার সচিব আহমেদ আলী, আইন সচিব এ্যাডভোকেট চমন এলাহী, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্বা এ্যাডভোকেট মুঞ্জুরুল হক, মুসা খান রানা, ঢাকা বিভাগের সহ-সভাপতি কাজী মাহমুদুল হাসান,সিলেট জেলার সাধারণ সম্পাদক এম এ রশীদ,সিলেট বিভাগীয় ব্যুরো চীফ জাতীয় দৈনিক আজকের জনবাণী পএিকা ও গাজীপুরজেলা, টাঙ্গাইল জেলা ও বাকেরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় ২০২০,২০২১ সালে সাংগঠনিক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম কে সম্মাননা স্মারক প্রদান করেন এবং সভা শেষে কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন এর ৭৫ তম জন্মদিন উপলক্ষে কেক কেটে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
Leave a Reply