মোঃ রিফাত পাটোয়ারী, মতলব দক্ষিণ( চাঁদপুর) প্রতিনিধিঃ
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্য সামনে রেখে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে (২৯ আগস্ট) মৎস্য সপ্তাহের ২য় দিনে সকাল ১১ টায় উপজেলা পরিষদের চত্তরে অবস্থিত পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল হাসনাত, সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, মৎস্য অফিসের হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিউল আলম, ক্ষেত্র সহকারী সোহরাব হোসেন, স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি মোঃ মোবারক হোসেন,মোঃ রিফাত পাটোয়ারী, রিংকু কর্মকার, তাপস সরকার,আব্দুস ছামাদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ দিকে মৎস্য অফিস সূত্রে জানা যায়, সপ্তাহ ব্যাপি কর্মসূচির মধ্যে মাইকিং প্রচারণা, ব্যনার পেষ্টুন প্রর্দশন, মৎস্য সেক্টরের অগ্রগতি ও সাফল্য বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন, মাছের ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান, মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্যচার্ষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, চাষী/সুফলভোগীদের মাঝে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ ও ভিডিও কনফারেন্স মাধ্যমে জেলা পর্যায়ে কর্মকর্তাগণের সাথে উপজেলা পর্যায়ে কর্মকর্তাগণের মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
Leave a Reply