মোঃ রিফাত পাটোয়ারী মতলব দক্ষিণ(চাঁদপুর) প্রতিনিধিঃ
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্য সামনে রেখে মতলব দক্ষিণে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) মৎস্য সপ্তাহের প্রথম দিনে দিন ব্যাপী মাইকিং, প্রচারণা ও সকাল সাড়ে ১১টায় সাংবাদিকদের সাথে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যলয়ের আয়োজনে উপজেলা চত্তরে (২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর) এই সাতদিন মৎস্য সপ্তাহ পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহনে মতবিনিময় সভা করে জাতীয় মৎস্য সপ্তাহ’র নানা দিক তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি মোঃ ইকবাল হোসেন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, সাবেক প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, রোকনুজ্জামান রোকন, রেদওয়ান আহমেদ জাকির, মোঃ আবদুল মান্নান, সমীর ভট্টাচার্য, আশরাফুল ইসলাম শাওলিন, ইমরান নাজিরসহ প্রেসক্লাবের অন্যান্য সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
Leave a Reply