কোলকাতা থেকে মনোয়ার ইমাম।
ভারত মহাসাগরের উপকূলে ঘনিভূত জাওয়াদ ঘূর্ণিঝড়ের প্রভাব শক্তি হারিয়ে ফেলেছে বঙ্গোপসাগরের উপকূল বরাবর এলাকায়। তবে শক্তি হারিয়ে ও তার রেসের প্রভাবে দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা ও হাওড়া এবং হুগলি ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন যায়গায় ভারী থেকে অল্প ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এই বৃষ্টিপাতের উপর ভিত্তি করে রিতিমত ঝাঁপিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে। বহু যায়গায় ঠান্ডার প্রভাবে সাধারণ মানুষের গায়ে চেপেছে গরম জামা কাপড়। তবে এই জাওয়াদ ঘনিভূত ঘূর্ণিঝড়ের প্রভাব ও বৃস্টি পাতের ফলে বহু রাস্তা লন্ডভন্ড অবস্থার সৃষ্টি হয়েছে। বহু যায়গায় বৃষ্টিপাতের ফলে রাস্তা ঘাটে জল জমে রয়েছে। কলকাতার বহু যায়গায় ভারী বৃষ্টিপাতের কারণে কিছুটা জল জমে ছিল। তবে কলকাতা পৌরসভার তৎপরতায় জল সরাতে শুরু করেছে। এই বৃষ্টিপাতের কারণে বহু সবুজ ফসলের ক্ষতি হতে পারে বলে মনে করা হয়েছে।।
Leave a Reply