রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
আগ্রহ বা মনোবল একজন মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। এ ক্ষেত্রে অর্থ বা শক্তি সামর্থনা থাকলেও ইচ্ছা শক্তির বলেই সমাজের অনেক ছোট বড় কাজকে বাস্তবায়ন করা
সম্ভব।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে এই নীতিকে মাথায় নিয়ে এলাকারজলাবদ্ধতা দূরী করণে অতি পুরাতন একটি স্লুইচগেট সংস্কারের দাবী নিয়ে
পরিবেশ সচেতন যুবক কামরুজ্জামান একাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণে হাতে লেখাপোষ্টার নিয়ে দাবী জানালেন।
ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের কল্যাণপুরস্লুইচগেটের উপরে। কামরুজ্জামানের ভাষ্যমতে কল্যাণপুর স্লুইচগেটটি
পুরাপুরি বন্ধ থাকার কারণে শ্যামনগর সদর, ভূরুলিয়া ও নুরনগর ইউনিয়নেরপ্রায় ১০ হাজার বিঘা জমির পানি নিস্কাশন বাধাগ্রস্থ হচ্ছে।
মাদার নদীর উপরে অবস্থিত স্লুইচগেটটি প্রায় অর্ধ শতাধিক বছর পূর্বে এটিনির্মান করা হয়। তবে কেহ কেহ নির্মানকাল আরও বেশী সময় বলেছেন। রামজীবনপুর
গ্রামের আব্দুল আজিজ এটি তৈরীর মিস্ত্রী ছিলেন ও বিশ^নাথ নামে এক ব্যক্তিস্থানীয় গেটটি দেখাশুনা করতেন বলে কামরুজ্জামান জানান। গেটটি ঝুঁকি
পূর্ণ হওয়ায় এখান থেকে আনুমানিক ৮/৯ বছর পূর্বে বন্ধ করে দেওয়া হয়।
কামরুজ্জামান ও অন্যান্যদের মতে বন্ধ থাকার কারণে ধীরে ধীরে এলাকায় অতিবৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হতে থাকে। সম্প্রতি ঘটে যাওয়া অতি বর্ষণ জনিত
কারণে শ্যামনগরে জলাবদ্ধতার সৃষ্টি হয় অধিকাংশ ইউনিয়নে। উপজেলা প্রশাসনথেকে বিভিন্ন ইউনিয়নে জলাবদ্ধতা দূরী করণে গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপ।
সেই সময়ে সদর ইউপির কল্যাণপুর গ্রামবাসী দাবী জানিয়ে থাকেন উপজেলাপ্রশাসন সহ ইউপি কতৃপক্ষের নিকট কল্যাণপুর স্লুইচগেট সংস্কার অথবা নতুন
তৈরীর।কল্যাণপুর গ্রামের বাসিন্দা পরিবেশ ও জলবায়ু সচেতন স্বেচ্ছাসেবক তরুণ
কামরুজ্জামান অতিপুরাতন স্লুইচগেটটি সংস্কার অথবা নতুন করে তৈরী করে পানিনিস্কাশনের উপযোগী করে তোলার জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণে চেষ্টা
চালিয়ে যাচ্ছেন বা চেষ্টা করেন। তিনি জলবায়ু পরিষদ শ্যামনগরের একজনস্বেচ্ছাসেবক। বেকার পড়ালেখা করা যুবক কামরুজ্জামান সামাজিক সচেতনতা
সৃষ্টি মূলক কাজ ইতিপূর্বে বেশ কিছু করেছেন। এ সকল কাজে নিজে বিভিন্নভাবে অর্থ সাশ্রয় করে ব্যয় করে থাকেন। কোন কোন সময় বন্ধুদের সহায়তা নিয়েথাকেন বা বন্ধুরা এক সাথে কাজ করে থাকেন।
শুধু কামরুজ্জামান নয় এলাকাবাসীর দাবী জলাবদ্ধতা দূরীকরণে কল্যাণপুরস্লুইচগেট অতিদ্রুত সংস্কার কার্যক্রম শুরু করার।
ছবি- শ্যামনগর কল্যাণপুর স্লুইচগেট সংস্কার দাবী নিয়ে পোষ্টার হাতেজলবায়ু সচেতন কামরুজ্জামান।
Leave a Reply