আব্দুল করিম,বিয়ানীবাজার প্রতিনিধি :
বিয়ানীবাজার-বারইগ্রাম আঞ্চলিক মহাসড়কের জলঢুপ আষ্টসাঙ্গন এলাকায় সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সিএনজি অটোরিক্সা চালক ও মোটরসাইকেল আরোহীর অবস্থা আশংকাজনক অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের সঠিক নাম পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয়রা জানান, রাত অনুমান ১০টার দিকে বারইগ্রাম মুখি মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিক্সাকে মুখোমুখি ধাক্কা দিলে গাড়িতে থাকা ৩ যাত্রী ও সিএনজি অটোরিক্সা চালক আহত হন। এসময় ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান মোটরসাইকেল আরোহীরা।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মোটরসাইকেল ও সিএনজি অটোরিক্সা চালকের অবস্থা আশংকাজনক হওয়া সিলেট প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে বিয়ানীবাজার থানা পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করেন।
Leave a Reply