আজ ভারতের বৃহত্তম মুসলিম সম্প্রদায়ের ইসলামী দল সারা ভারত জমিয়তে উলামা হিন্দের উদ্যোগে বারুইপুর মহাকুমার জয়নগর , ১,নাম্বার, ব্লকের অন্তর্গত চালতাবেড়িয়া ও বামনগাছী এলাকায় একটি রক্তদান শিবের আয়োজন করা হয়। এই রক্তদান শিবের উদ্বোধন করেন পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের অন্যতম নেতা এবং বারুইপুর পূর্বের বিধায়ক শ্রী বিভাস সরদার ও বারুইপুর পূর্বের তৃনমূল দলের সহ সভাপতি শ্রী তুফান ঘোষ। এই রক্তদান শিবিরে প্রায় শতাধিক পুরুষ ও মহিলা রক্তদান করেন। এই রক্তদান মধ্যে দিয়ে জমিয়তে উলামা হিন্দের কমী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই কমী সম্মেলনে দক্ষিণ চব্বিশ জেলার জমিয়তের নেতৃত্বে যোগদান করেন। কারণ পশ্চিম বাংলার জমিয়তের নেতা জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী বর্তমানে পশ্চিম বাংলার তৃনমূল দলের বিধান সভার সদস্য এবং পশ্চিম বাংলার মন্ত্রী বটে। তাই জমিয়তের উপর তলার নেতৃত্বের নির্দেশ মেনে আজ এই রক্তদান শিবিরের ও কমী সম্মেলনের সূচনা করেন।।
Leave a Reply