শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক বলেছেন, ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে বগুড়া জেলা প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। জনগণ যাকে ভোট দেবেন তিনিই নির্বাচিত হবেন। তিনি বলেন, ব্যালট নিয়ে যাতে কোন প্রশ্ন না ওঠে সে জন্য নির্বাচনের দিন সকালে প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। পেশী শক্তির প্রভাব, ব্যালট বাক্স ছিনতাই ও কারচুপির কোনো সুযোগ থাকবেনা। ভোট গ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রের ফলাফল সংশ্লিষ্ট কেন্দ্রেই প্রকাশ করা হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রার্থী, ভোটার, সচেতন ব্যক্তিবর্গ ও নির্বাচন সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে।
আগামী ২৮ নভেম্বর বগুড়ার শাজাহানপুর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষ্যে সোমবার বেলা ৩ টায় মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস আয়োজিত প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা ও আচারণ বিধিমালা প্রতিপালন বিষয়ে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২৮ নভেম্বর শাজাহানপুর উপজেলাবাসিকে একটি আনন্দ ঘন ও উৎসব মুখর নির্বাচন উপহার দিতে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, আনসার সহ নির্বাচনী কাজে সংশ্লিষ্ট সকলেই সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। এর পরেও নির্বাচনের পরিবেশ ঘোলাটে করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদের সভাপতিত্বে এবং বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এস.এম জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্। উক্ত মত বিনিময় সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারি চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা আসনের সদস্য প্রার্থী এবং সাধারণ আসনের সদস্য প্রার্থীরা বক্তব্য রাখেন।
Leave a Reply