রাকিব চৌধুরী।
কুমিল্লার চৌদ্দগ্রামের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে পৌরসভাধিন কিং শ্রীপুর আছুশাহ ফকির মাজারের সামনের পুকুরে জানা গেছে, চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর গ্রামের মোঃ শামীমের ছেলে তাওসিক{৯} খেলার সাথীদের নিয়ে মঙ্গলবার বিকালে পুকুরের গার্ডওয়ালের উপরে হাঁটতে গিয়ে পা সিটকে পুকুরের পানিতে পেড়ে য়ায়।এই সময় তার খেলার সাথীরা চিৎকার দিলেও আশেপাশের লোকজন না থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাওসিক বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেও এক সময় পানিতে তলিয়ে যায়।পরে লোকজন এসে পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমেছে।
Leave a Reply