নিজস্ব প্রতিনিধি সরদার বাবাদশা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আগামী ১লা সেপ্টেম্বর ২০২১ উপলক্ষে ৫নং আটলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বাসীর আয়োজনে গ্রাম ভিত্তিক ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আজ রবিবার বিকালে কুলবাড়িয়া বাহার ব্রিকসের নির্ধারিত টুর্নামেন্ট মাঠ পরিদর্শন করেন, উক্ত খেলার প্রধান পৃষ্ঠপোষক ও ৫নং আটলিয়া ইউনিয় পরিষদের চেয়ারম্যানঃ- বাবু প্রতাপ কুমার রায়।
এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, মাদক মুক্ত সমাজ গঠনে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সহ এলাকাবাসীর উদ্যোগ সত্যিই প্রসংশার দাবি রাখে,লেখাপড়ার পাশাপাশি যুব সমাজকে মাঠ মুখী করার গ্রাম ভিত্তিক নতুন এই আয়োজন ক্রীড়া প্রেমীদের মুগ্ধ করবে বলে আমি বিশ্বাস করি। প্রতিটি ম্যাচ সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতা করবো, তিনি বলেন প্রতিটি দলের জন্য গ্রামের নাম উল্লেখ সহ নুতন জার্সি ও নুতন বল উপহারের মধ্যে দিয়ে খেলার শুভ উদ্বোধন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল হালিম অন্য ওয়ার্ডের ৮গ্রামের দলীয় অধিনায়ক ও সহ অধিনায়ক বৃন্দ, ওয়ার্ডের সম্মানিত নাগরিক বৃন্দ যথাক্রমেঃ-মাষ্টার মিলন কুমার মন্ডল,শেখ জাকির হোসেন, তারক জোয়ার্দার,পার্থ সরদার,প্রনব রায়, মোজাম্মেল হোসেন, শেখ শরিফুল ইসলাম,হেলাল হোসেন, জয়েন্ত সরদার, দীন মোহাম্মদ সরদার, অভিজিৎ বিশ্বাস,সন্দীপ মন্ডল, গোকুল জোয়ার্দার, ইব্রাহীম হোসেন, লিমল রায়, আরিফ হোসেন প্রমুখ।
Leave a Reply