সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি।
খুলনা ডুমুরিয়া চুকনগর ডিগ্রী কলেজ ও আঠারমাইল সৈয়দ ঈসা বি এম কলেজে এইচ এস সি ও সমমানের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এইচ এস সি বোর্ড ফাইনাল পরীক্ষায় দুই কেন্দ্রে ৮১৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবে। গতকাল সকাল ১০ টায় স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে স্বাস্হ্য বিধি মেনে এই পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে চুকনগর ডিগ্রী কলেজে এবার এইচ এস সি সমমান পাবলিক পরীক্ষায় ৫৯৬ জন ছাত্র ছাত্রী অংশগ্রণ করেছে । গতকাল অনুষ্ঠিত পরীক্ষায় ১২২ জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংগ্রহণ করেন। পরীক্ষায় ২ জন ছাত্র অনুউপস্হিত ছিল। সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে পাবলিক পরীক্ষায় এইচ এস সি (ব্যাবসায় ব্যাবস্হাপনা) মোট ২২১ জন ছাত্র/ ছাত্রী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ১৫১ জন এবং ছাত্রী ৭০ জন। সকল ছাত্র/ছাত্রী স্বাস্হ্য বিধি মেনে পরীক্ষায় অংশগ্রণ করে। এইচ এস সি (ব্যাবসায় ব্যাবস্হাপনা) ১ম বর্ষের পাবলিক পরীক্ষায় মোট ১৮৮ জন ছাত্র/ ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করবে। চুকনগর ডিগ্রী কলেজে অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন বলেন, সকাল ১০ টায় ছাত্র/ ছাত্রীরা স্বাস্হ্য বিধি মেনে পরীক্ষা হলে প্রবেশ করানো হয়। কোন বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের হল সুপার জিএম ফারুক হোসেন বলেন, সকাল ১০টায় সকল স্বাস্থ্যবিধি মেনে ছাত্র/ ছাত্রীদের পরীক্ষা কক্ষে প্রবেশ করানো হয়। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আসছে আগামী পরীক্ষাগুলো এমনি স্বাস্হ্য বিধি মেনেই অনুষ্ঠিত হবে। আমরা করোনাকালীন স্বাস্থ্য সচেতনতার দিকে বেশী গুরুত্ব দিচ্ছি।
Leave a Reply