মনির হোসেন (চাটখিল প্রতিনিধি):
নোয়াখালী চাটখিলের পুলিশের অভিযানে ৩০(ত্রিশ) লিটার চোরাই মদসহ মাদক ব্যবসায়ী আটক এক।
থানা পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার ০৩নং ওয়ার্ডের ভীমপুরে মনগাজী ব্যাপারী বাড়ীতে পুলিশের ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই কৃষ্ণ কুমার দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ০৩নং ওয়ার্ডের মনগাজী ব্যাপারী বাড়ীর মৃত দুলা মিয়া ব্যাপারী ছেলে আব্দুর রহমান প্রঃ তাজুল ইসলাম প্রঃ দাইয়া(৫০) কে বসত ঘরের সামনে থেকে অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী ৩০(ত্রিশ) লিটার চোলাই মদসহ আটক করেন ।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃআবুল খায়ের জানান, তার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামল হয়েছে, বিচারিক আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply