নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতি পরিদর্শন করেছেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এফিলিয়েটেড এসোসিয়েশন এফেয়ার্স কমিটির চেয়ারম্যান ও যুগ্ন মহাসচিব অধ্যাপক মো. রশিদ-ই-মাহবুব।
এ সময় এফিলিয়েটেড এসোসিয়েশন এফেয়ার্স সাম্মানিক উপদেষ্টা ডা. ওয়াজেদুল ইসলাম খান, এফিলিয়েটেড এসোসিয়েশন এফেয়ার্স এর পরিচালক আহাম্মদ আলী এবং বারডেম বায়োকেমিস্ট্রি বিভাগের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মো. আব্দুল মোত্তালিব উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে ১২ সেপ্টেম্বর রোববার সকালে সমিতির পরিচালকের কক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডায়াবেটিস সমিতি, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। সভা শেষে নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতাল ঘুরে দেখেন আগত অতিথিবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সমিতির পরিচালক ডা. মো, দুররুল হোদা, প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমূখ।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সার্ভিস স্টেশনের পেছনে মহানন্দা নদীর পাড় ঘেষে নির্মাণ হচ্ছে ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতাল। যার কাজ চলমান আছে।
Leave a Reply