নয়ন ঘোষ:
র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার মোঃ ওমর আলী এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন চৌডালা ইউনিয়নের চৌডালা সেতুর ১০০গজ পশ্চিম পাশে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে
(১)১টি বিদেশি পিস্তল (২)ওয়ান শুটারগান ১টি (৩)ম্যাগজিন২টি (৪)গুলি ৩রাউন্ড,(৫)মোবাইল ফোন ১টি (৬)সীম কার্ড ১টি এবং (৭) অটো ভ্যান ১টিসহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম ওরফে( ধুরু ) (১)নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃত শফিকুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ কামালপুর গ্রামের মোঃ পিতা ভাদু ইসলামের ছেলে। মাতা মোছাঃবেলু খাতুনের ছেলে।
র্যাব-৫, রাজশাহীর সহকারী পরিচালক প্রেস-বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর চৌডালা সেতুর ১০০গজ পশ্চিম পাশে পাকা রাস্তার উপর চোরাকারবারি অবস্থান করছে।
খবর পাবার পর ৩ সেপ্টেম্বর রাত ১৯ঃ০০টার দিকে দ্রুত ঐ এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ শফিকুল কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৫ এর অভিযান জেলায় অব্যাহত থাকবে RAB কে তথ্য দিয়ে সহায়তা করুন।
Leave a Reply