মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর থেকে
করোনাকালীন সময়ে তৃতীয় লিঙ্গ, বেদে সম্প্রদায়, হরিজন, প্রতিবন্ধী, দুস্থ ও কর্মহীন প্রায় দু’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি চাঁদপুর।
বুধবার ২৮ জুলাই সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর সদর মডেল থানায় ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী ডা.আফসানা শর্মী।
তিনি তার বক্তব্যে বলেন,‘করোনাকালীন সময়ে চাঁদপুরে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক নিজস্ব উদ্যোগে এসব কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়ে হাত প্রসারিত করেছে। আমরা তৃতীয় লিঙ্গ,বেদে সম্প্রদায়,হরিজন, প্রতিবন্ধী, দুস্থ ও কর্মহীন প্রায় দু’শতাধিক পরিবারের মাঝে চাল,ডাল,তেল, লবল সহ খাদ্য সহায়তা প্রদান করছি। আগামিতেও অসহায় মানুষের পাশে থাকবে পুনাক।’
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়,অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) আসিফ মহীউদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, পুনাক জেলা শাখার সহ-সভানেত্রী পূজা দাস,কোষাধ্যক্ষ ঈশান ইভা, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশীদ, ওসি (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া, ইনস্পেক্টর (ইন্টেলিজেন্স) এনামুল হক চৌধুরী, ইনস্পেক্টর (অপারেশন) কেএম সোহেল রানা, পুলিশ লাইনস এর আড়াই মো. জলিল উদ্দিনসহ পুনাকের সদস্যবৃন্দ।
Leave a Reply