মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
চাঁদপুর সদর মডেল থানাধীন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মোঃ নূর নবী
মুন্সি নামে একজন কে গ্রেফতার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, বৈশ্বিক মহামারিতে সামাজিক দুরত্ব বজায় রেখে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৭.৩০ ঘটিকা হতে ৮.০০ ঘটিকা পর্যন্ত সহকারী পরিচালক জনাব এ কে এম দিদারুল আলমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর,টীম চাঁদপুর সদর মডেল থানাধীন সিলন্দিয়া গ্রামের খান বাড়ির পাশে আসামির নিজ দখলীয় বসতঘর তল্লাশি করে আসামী মোঃ নুর নবী (৫৫),গ্রেফতার,পিতা- মৃত ফজুল হক প্রকাশ- তোজক আলী ,মাতা-মৃত বিলাতের নেছা কে ১কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৬৪ হাজার টাকা।
এ বিষয়ে আসামীর বিরুদ্ধে পরিদর্শক জনাব মোঃ মজিবুর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম বলেন,মাদক বিরোধী এ অভিযান অব্যহত থাকবে ।
Leave a Reply