আজিজুর রহমান,কেশবপুর (যশোর)প্রতিনিধি:
কেশবপুরে বেসরকারী উন্নয়ন সংগঠন পরিত্রাণ এর আয়োজনে এবং দাতা সহযোগী ইউকেএইড ও মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে বাংলাদেশ দলিত যুব পরিষদ গৌরিঘোনা ইউনিয়ন শাখার সাথে ত্রৈমাসিক সভা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেুনতামুলক লুডু খেলা ও কুইজপ্রতিযোগিতা মঙ্গলবার বিকালে অনুষ্ঠিতহয়েছে।
প্রোমোটিং রাইটস্ অফ দলিত এন্ড এক্সক্লুডেডপিপল (প্রদীপ) প্রকল্পের আওতায় ভেরচী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সচেুনতামুলক লুডু খেলার মাধ্যমে অংশগ্রহনকারী ও দর্শকদের মাঝে বিভিন্ন ম্যাসেজ প্রদান করা হয় । লুডু খেলা শেষে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিত্রাণ এর ফিল্ডফ্যাসিলিটেঁর তারেক হাসান রকি ও মনিটরিং অফিসার তাপস মন্ডল। অপরদিকে একই দিন সকাল ১০.৩০মিনিটে মঙ্গলকোট ইউনিয়নে রমাগুরখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনীকক্ষে ত্রৈমাসিক সভা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেুনতামুলক লুডু খেলা অনুষ্ঠিত হয়।
Leave a Reply