কোলকাতা থেকে মনোয়ার ইমাম।
গত কয়েক দিন ধরে পশ্চিম বাংলার বঙ্গোপসাগরের উপকূল বরাবর এলাকায় গভীর নিন্মচাপ ও প্রবল ঘূর্ণিঝড় গুলাবের কবলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ও পাথরপ্রতিমা ও নামখানা এবং কাকদ্বীপ এবং ঘোড়ামারা দ্বীপ সহ গভীর সুন্দর বন এলাকার গোসাবা ব্লক, সন্দেশ খালি ও বাসন্তী, চোট মোল্লা খালি, ক্যানিং পশ্চিম ও ক্যানিং পূর্ব এবং বারুইপুর পূর্ব ও কুলতলি নদী ও সমুদ্র সমতল বরাবর এলাকা। কোথাও নদীর বাধ ভেঙে পড়েছে । কোথাও চাষের জমি বন্যার জলের তলায় চলে গেছে। সাধারণত মানুষের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আগে থেকেই। সেখানে রিলিফ ও ত্রাণ বিতরণ করা হয়েছে। এই সমস্ত এলাকায় সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে ও তাদের দুখ্য দুর্দশা জানতে আজ গভীর সুন্দর বন এলাকার ক্যানিং পূর্বের বিধায়ক ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান জনাব শওকত মোল্লা এবং পশ্চিম বাংলা সরকারের মন্ত্রী শ্রী সৌমেন মহাপাত্র আজ সরাসরি বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করতে যান। তারা বন্যা কবলিত এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের সব ধরনের সাহায্য ও সহযোগিতা করার চেষ্টা করবেন পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে তার আশ্বাস দেন। এই ক্যানিং পূর্বের বন্যা কবলিত এলাকায় যখন পরিদর্শন করতে যান তখন তাদের সঙ্গে ছিলেন সরকারি অফিসার ও ক্যানিং পূর্বের তৃনমূল দলের নেতৃত্ব।এর আগে আমপান ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের কাছে জীবনের ঝুঁকি নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে ক্যানিং পূর্বের তৃনমূল দলের দাপুটে নেতা ও সুন্দর বন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও ক্যানিং পূর্বের বিধায়ক জনাব শওকত মোল্লা।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। ।।
Leave a Reply