ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
গতকাল গভীর রাতে লখনউ থেকে মুম্বাই যাওয়ার পথে চলন্ত ট্রেনের মধ্যে ভয়াবহ ডাকাতি শুরু হয়। এবং যাত্রীদের কাছ থেকে নগদ প্রায় চল্লিশ হাজার টাকা এবং মোবাইল ফোন ও সোনার গয়না সহ বহু মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয়। প্রায়, ৮,জনের, এই ডাকাত দল অবাধে লুঠপাট চালিয়ে যায়। সেই সময় এক মহিলা যাত্রী বাধা দিতে গেলে তাকে ডাকাত দল গণধর্ষণ করে। চলন্ত ট্রেনের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয় এবং এই ট্রেনটি যখন মুম্বাইয়ের কাসারা স্টেশনে থামে তখন যাত্রীরা চিৎকার করে ডাকাত দলের পিছনে ধাওয়া করে। সেই সময় কাসারা স্টেশনে থাকা আর পি এফ জওয়ানরা ডাকাত দলের পিছু ধাওয়া করে মোট চার জন ডাকাত কে ধরে ফেলেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতি করা প্রায় পয়ত্রিশ হাজার টাকা ও জিনিস পত্র। অন্য ডাকাতরা পালিয়ে যায়। ধৃত ডাকাতদের বিরুদ্ধে ধর্ষণের, ৩৭৫, ধারা প্রয়োগ করা হয়েছে এবং ডাকাতি কেস দেওয়া হয়েছে। ধর্ষণের শিকার মহিলা যাত্রী কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জি আর পি এফ এবং আর পি এফ তদন্ত শুরু করে দিয়েছে।।
Leave a Reply