ওসমান গনি ,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা ১নং হোসেন্দী ইউনিয়নের ৪,৫,৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পার্থী মোসাঃজাহানার আক্তার উঠান বৈঠক করেন।
আজ শনিবার,বিকাল ৩ ঘটিকায় ৬ নং আাস্রব্দী প্রাথমিক বিদ্যালয়ে গজারিয়া ১নং হোসেন্দী ইউনিয়নের ৪,৫,৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পার্থী মোসাঃজাহানার আক্তার উঠান বৈঠক করেন।উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক মোঃনজরুল ইসলাম।উঠান বৈঠকে জাহানার আক্তার বলেন আমি হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী গ্রামের মেয়ে।আমার বাল্যকাল থেকে জনগনের সেবা করার ইচ্ছা।সেই হিসেবে আমি শুকরিয়া ডায়াগনস্টিক এন্ড জেনেরেল হাসপাতালে এলাকার মানুষের সেবামূলক কাজ করছি।আমি এলাকার নারীদের কথা চিন্তা করে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার হয়ে নারীদের উন্নয়ন করতে চাই।এছারাও এলাকার বিভিন্ন সেবামূলক কাজ করতে চাই।আমি এই গ্রামের মেয়ে আপনারা আমাকে সমর্থন করলে আগামী নিবার্চনে আমি মহিলা মেম্বার পার্থী হব। যদি মেম্বার হতে পারি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করব।
উঠান বৈঠকে এলাকার গন্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ আঃ সাত্তার,বিশিষ্ট সমাজ সেবক সেলিম মোল্লা,হোসন্দী ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার তোতা মিয়া বেপারী, ইলিয়াছ মাষ্টার, বিশিষ্ট সমাজ সেবক খোরশেদ আলম প্রমূখ।
এসময় বক্তরা মোসাঃজাহানার বেগমকে মহিলা মেম্বার পার্থী হিসেবে সমর্থন করেন এবং তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ সাইদুল ইসালাম।
Leave a Reply